সিলেটটুডে ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:২১

নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা’র বিভিন্ন সামগ্রী বিতরণ

যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে মাস্ক, গ্ল্যাভস, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলকায় গত ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ব্যাপক আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীর এ সংগঠনটি জনপ্রতি এক বক্স ফেস মাস্ক সহ দু’শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রি বিতরণ করে।

সংগঠনের সভাপতি জুনেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সভাপতি মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুর রর দলা মিয়া, মাহবুব আলম, আবদুল হাসিম হাসনু, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনে সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, এম অ্যান্ড এন হোম কেয়ার সার্ভিসেস এলএলসি’র কোঅর্ডিনেটর জোবেদা হোসেন রোজী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল বাছির খান, কপিল চৌধুরী, নূরে আলম জিকু, জালাল চৌধুরী, সৈয়দা মাহমুদা কবির, সংগঠনের কর্মকর্তা রেহানুজ্জামান, বুরহান উদ্দীন, মাহমুদুর রহমান, আপ্তাব উদ্দীন খাঁন মোহন, আবুল কালাম আজাদ সাবু, আবু আলতাফ, মজনু, নূরুজ্জামান লিপু। এসময় বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ আয়োজনে সার্কিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লকু, এম অ্যান্ড এন হোম কেয়ার সার্ভিসেস এলএলসি’র কোঅর্ডিনেটর জোবেদা হোসেন রোজী।

অনুষ্ঠানে সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী বলেন, নতুন ইমিগ্র্যান্টদের সহযোগিতা সহ দেশে-প্রবাসে কল্যাণকর কাজে অনন্য ভূমিকা রেখে চলেছে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা। তিনি এ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংগঠনের সহ সভাপতি মো. শামীম মিয়া জানান. তাদের এ অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত দু’শতাধিক পরিবারের মধ্যে জনপ্রতি বিনামূল্যে পূর্ণ এক বক্স ফেস মাস্ক সহ গ্ল্যাভস, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বক্তারা করোনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, ভয় নয়, সচেতনতা দিয়ে রুখতে হবে মহামারি করোনাভাইরাসকে। সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তারা বলেন, সুস্থ থাকার জন্য একে অন্যকে সহযোগিতা করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত