সিলেটটুডে ডেস্ক

০৯ মে, ২০২৩ ০৯:২২

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কটিশ পার্লামেন্টের সংসদ সদস্য ফয়ছল চৌধুরীর সাক্ষাৎ

স্কটিশ পার্লামেন্টের ইতিহাসের প্রথম বাঙালি সংসদ সদস্য আলহাজ্ব ফয়ছল হোসেন চৌধুরী এমবিই ইংল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে অংশ নিতে যুক্তরাজ্যে থাকা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ফয়ছল হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিকসহ সামগ্রিক সাফল্যের জন্যে অভিনন্দন জানান স্কটিশ পার্লামেন্টের সংসদ সদস্য ফয়ছল।

আপনার মন্তব্য

আলোচিত