সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৬ ২২:৪১

ছানু মিয়া ছিলেন আজীবন বঙ্গবন্ধুর অনুসারী : পঙ্কজ দেবনাথ

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের নাগরিক শোকসভা

যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন ছানু ছিলেন আজীবন বঙ্গবন্ধুর অনুসারী। শোষিত, বঞ্চিত মানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে মানুষের কল্যানে কাজ করেছেন ছানু মিয়া। পরোপকারী ছানু মিয়া ছিলেন দেশপ্রেমের আদর্শে উদ্ধুদ্ধ।

গত ১৯ ডিসেম্বর পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে সদ্য প্রয়াত যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছানু মিয়া স্মরণে নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি।

তিনি বলেন, ছানু মিয়া আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে যেভাবে বুকে ধারন করেছেন তেমনিভাবে জননেত্রী শেখ হাসিনার প্রতি তাঁর আস্থা ছিল অবিচল। সারাজীবন দলের কর্মী হিসেবে কাজ করেছেন। বিলেতের সাংস্কৃতিক অঙ্গনেও তার পদচারনা ছিলো অনেক। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দলের প্রয়োজনে সবসময় ছিলেন নিবেদিত। ছানু মিয়ার অকালে চলে যাওয়া আমাদের জন্য বড় কষ্টকর। ছানু মিয়ার স্মৃতি রক্ষার্থে যা করা দরকার আমরা তাই করবো।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলকের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। তিনি প্রয়াত ছানু মিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, ছানু মিয়া ছিলেন একজন সৎ ও আদর্শবান মানুষ। জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে তিনি নিজেকে জড়িত রেখেছিলেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে।
 
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আজিজুর রহমান, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শ্যমও জনশক্তি সম্পাদক এসএম সুজন মিয়া, জনশক্তি বিষয়ক সম্পাদক রবিন পাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক আখতার হোসেন ভূঁইয়া মিরণ,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার রাজীব আহমদ, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ।

ছানু মিয়ার রত্মগর্ভা মা, আওয়ামী আইনজীবী পরিষদেও সভাপতি ব্যারিস্টার এনামুল হক, কৃষকলীগের আহবায়ক সৈয়দ তারেক, শ্রমিকলীগের আহবায়ক শামীম আহমদ, যুবলীগের সহ সভাপতি মতব্বর আলী মতব, রাজু মন্তর, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, তাতীলীগের আহবায়ক এমএ সালাম, স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ফয়েজ খান তৌহিদ, মোসাদ্দেক কামালী, আহবাব মিয়া, এনামুল হক, ম্যানচেস্টার সেচ্ছাসেবকলীগের সভাপতি ওয়েস আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম ইমন, ফখরুল ইসলাম জামাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত