সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৬ ১৪:৩৬

কানাডার উপনির্বাচনে এমপি প্রার্থী বাংলাদেশের খালিছ আহমেদ

কানাডার আলবার্টা প্রদেশে ক্যালগেরি হেরিটেজ এলাকায় নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মনোনীত এমপি প্রার্থী হয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশি খালিছ আহমেদ। আগামী ফেব্রুয়ারি মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

খালিছ আহমেদের বাড়ি মাগুরা জেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তাত্ত্বিক বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন। এরপর নরওয়েতে বৃত্তি লাভ করে তেল-গ্যাস বিষয়ে উচ্চ শিক্ষা ও পিএইচডি গবেষণার জন্য কানাডার ক্যালগেরিতে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের স্কুল শিক্ষক আফসারউদ্দিন মিয়ার ছেলে খালিছ আহমেদ বর্তমানে কানাডার অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল এনডিপির কানাডা ইলেকটোরাল ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সাউদার্ন আলবার্টার কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।

কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এমপি পদ থেকে পদত্যাগ করায় ওই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

খালিছ আহমেদ বর্তমানে মাগুরায় অবস্থান করছেন। তিনি জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি খুবই আশাবাদী।

আপনার মন্তব্য

আলোচিত