বিশেষ প্রতিনিধি, লন্ডন

৩০ এপ্রিল, ২০১৫ ২০:০৮

পূর্ব লন্ডনে জঙ্গিবাদীদের ভিন্ন কৌশল: চলছে ‘না’ ভোটের প্রচারণা

ভোট জালিয়াতি, জঙ্গি সংশ্লিষ্টতা, এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় টাওয়ার হ্যামলেটসের মেয়র লুতফুর রহমান বরখাস্ত হওয়ার পর পূর্ব লন্ডনে জঙ্গিবাদীরা ভিন্ন কৌশলের প্রচারণায় মাঠে নেমেছে। তারা ‘না’ ভোটের প্রচারণায় নেমেছে। উদ্ভুত পরিস্থিতিতে সেখানে ধর্মীয় উন্মাদনা বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশিl 

কোর্টের যুগান্তকারী রায়ে নিজেদের প্রতিনিধি খ্যাত লুতফুর রহমান বরখাস্ত এবং পরবর্তীতে নির্বাচনে নিষিদ্ধ হবে ফলে লন্ডনস্থ ইসলামিক সংগঠনগুলো পূর্ব লন্ডনে তাদের অস্তিত্ব রক্ষায় এবার আরও মরিয়াl আসছে নির্বাচনকে ঘিরে তারা সংঘঠিত হচ্ছে। 

ইতোমধ্যে ব্রিটিশ নির্বাচন কমিশন পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পুনঃনির্বাচন ঘোষণা করেছে আগামী ১২ই জুনl এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবেনা না লুতফুর রহমানl এমন পরিস্থিতিতে পুনঃনির্বাচন ঘোষণা করার প্রেক্ষিতে দিশেহারা পূর্ব লন্ডনের ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ইসলামিস্ট জঙ্গি সংগঠনগুলোl

একমাত্র লুতফুর রহমান ছাড়া তারা যে আর কোনো উপায়েই মেয়রের ক্ষমতা দখল করতে পারবেনা সেটা পূর্ব লন্ডনের ধর্মীয় মৌলবাদী শক্তির মুখস্ত আর সেই কারণেই তারা এবার নিচ্ছে ভিন্ন কৌশলl 

ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এসব সংগঠন এবার নেমেছে ভিন্ন প্রচারণা নিয়েl পূর্ব লন্ডনের রাস্তা, ট্রেন স্টেশন সহ বিভিন্ন পাবলিক প্লেসে তারা মুসলমান জনগোষ্ঠিকে ‘না’ ভোট দেবার আহ্বান জানাচ্ছেl যাতে করে ১২ জুনের আসন্ন নির্বাচন পন্ড হয়ে যায় এবং লুতফুর রহমানের একান্ত আস্থাভাজন ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ পূর্ণ মেয়রের পদবি অর্জন করেনl

ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ যদি পূর্ণ মেয়রের দায়িত্বপ্রাপ্ত হন তাহলে লুতফুর রহমানের অবর্তমানেও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উচ্চ পর্যায়েও মৌলবাদী এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানো শক্তির ক্ষমতা টিকে থাকবেl

আপনার মন্তব্য

আলোচিত