লুৎফুর রহমান, দুবাই থেকে

১৮ মার্চ, ২০১৭ ২১:৪৪

মরুর বুকে লাল-সবুজের পতাকা মিছিল

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লাল সবুজের পতাকার মিছিলে মুখরিত ছিল মরুভূমির মুশরিফ পার্ক।

শুক্রবার (১৭ মার্চ) বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা আরব আমিরাত আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।

সংস্থার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা জায়গীরদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা এম, এ, মুহিত।

বিশেষ অতিথি ছিলেন অন্যতম উপদেষ্টা হাজী জাওয়াদুর রহমান, উপদেষ্টা শেহাবুল আম্বিয়া, উপদেষ্টা হাবিবুর রহমান। বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আলী যাকের সিদ্দিকি, ফয়ছল আহমেদ, হাজী বদরুল হোসেন, আব্দুল কুদ্দুস খাঁ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসিব খোকন, যুগ্ম সম্পাদক আফজাল সাদেকিন, মো. শাহজাহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামান ফখরুল, কবির উদ্দিন, এস, এম সুমন আহমেদ, আরিফ সাদাৎ চৌধুরী রাজন, ক্রীড়া সম্পাদক রাসেল আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক ফয়ছল কামাল, সাংস্কৃতিক সম্পাদক হোসেন মাহমুদ আলতাফ, সমাজকল্যাণ সম্পাদক আমিন হাসান খান, ধর্ম সম্পাদক আব্দুল কাদের চৌধুরী, সহু অর্থ সম্পাদক এস, এম, শাহজাহান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিল আহমেদ, জুনেদ আহমদ, প্রচার সম্পাদক কয়েছ আহমেদ, সহ প্রচার সম্পাদক আবুল হোসেন, জাবেদ আহমদ, আবু জাহের, সহ সমাজকল্যাণ সম্পাদক মিছবা উদ্দিন, ফয়ছল আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুকিত (মছনু), সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ, সহ ক্রীড়া সম্পাদক আবু সুফিয়ান, কামাল উদ্দিন ফয়ছল, সাংস্কৃতিক সম্পাদক হুসাইন মাহমুদ আলতাফ, সহ সাংস্কৃতিক সম্পাদক আলী শাহজাহান, এমরান আহমেদ, ধর্ম সম্পাদক আব্দুর কাদের চৌধুরী, সহ ধর্ম সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক সালেহ আহমদ, সহ দপ্তর সম্পাদক জয়নুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইয়াহিয়া, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস রওশান আক্তার, আপ্যায়ন সম্পাদক সফর সাহাব উদ্দিন, সহ আপ্যায়ন সম্পাদক আলতাফ হোসেন।

স্বাধীনতার ৪৬ বছর উপলক্ষে ৪৬টি জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকে প্রীতিভোজ।

দ্বিতীয় পর্বে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা ছিলো শিশুদের জন্য। মহিলা এবং পুরুষদের জন্য ছিল দেশীয় খেলা প্রতিযোগিতার আয়োজন। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বর্ণিল এই অনুষ্ঠান সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত