লন্ডন প্রতিনিধি

১৮ মে, ২০১৭ ১৬:৩৬

লন্ডনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ব্রিটবাংলা২৪.কম

লন্ডনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্রিটবাংলা২৪.কম।

মঙ্গলবার (১৬ মে) বিশেষ অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় অভিষিক্ত হয় ব্রিটবাংলা২৪.কম। এ সময় অতিথিরা ব্রিটবাংলা২৪ এর কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ নানা আশা প্রত্যাশার কথা তুলে ধরে বিভিন্ন পরামর্শ দেন।

ইস্ট লন্ডনের ব্লুমুন সেন্টারে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরো অনুষ্ঠানটি এলবি২৪ টিভিতে লাইভ দেখানো হয়। অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশার নেতৃত্বে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ব্রিকবাংলা২৪.কমের বাটনে ক্লিক করেন। এ সময় ব্রিটবাংলার পুরো টিমকে পরিচয় করিয়ে দেন সম্পাদক কামাল মেহেদী।

এতে নির্বাহী সম্পাদকের দায়িত্বে রয়েছেন আহাদ চৌধুরী বাবু, ব্যবস্থাপনা সম্পাদক আসম মাসুম, আইটি সম্পাদক ওয়ালেদ বিন খালিদ, কমিউনিটি সম্পাদক রেজাউল করিম মৃধা, ইয়ুথ সম্পাদক প্রপা রেজোয়ানা আনোয়ার, এসিসটেন্ট ইয়ুথ সম্পাদক হামিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক আসম মাসুম। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু।

সম্পাদক কামাল মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশানারা আলী। তাঁর রাজনৈতিক সহযোগিতার জন্যে বিলাতে বাংলা মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ব্রিটবাংলা২৪এর শুভ কামনা করেন এমপি রুশনারা আলী।

এতে আরো বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসিডেন্ট সৈয়দ নাহাশ পাশা, ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের, জিএলএ মেম্বার উমেষ দেশাই, সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমদ, সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন, চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শুয়েব, চ্যানেল এসের হেড অব প্রোডাকশন ফারহান মাসুদ খান, চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার ডক্টর জাকি রেজোয়ানা আনোয়ার, ইকরা বাংলা টিভির হেড অব প্রোডাকশন হাসান হাফিজুর রহমান পলক, সাপ্তাহিক বাংলাপোস্ট সম্পাদক তারেক চৌধুরী, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, সোসাইটি অব বৃটিশ বাংলাদেশী সলিসিটসের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সহুল আহমদ মুকু, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক আব্দুল কাইয়ূম, বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রূপি আমিন, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মুস্তাক বাবুল, সিনিয়র কমিউনিটি এক্টিভিস্ট নাজনীন সুলতানা শিখা, বাংলা পোস্টের সালেহ আহমদ, কবি মুস্তফা কামাল, দৈনিক প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তাবারুকুল ইসলাম, তাজ একাউনটেন্সের প্রধান আবুল হায়াত নুরুজ্জামান, হেমলেটস ট্রেনিং সেন্টারের জামাল আহমদ, বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের সেক্রেটারি সিরাজুল বাসিত চৌধুরী, ক্যাপিটাল সলিসিটার্সের সৈয়দ ইকবাল, কালাম সলিটিসিটার্সের প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কালাম, সিটি গেইট সলিসিটর্সের দেওয়ান মেহেদী, এলবি২৪ টিভির শাহ ইউসুফ, সাংবাদিক শাহ বেলাল, সাংবাদিক হাফেজুল করমি রাকিব, সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল, সাংবাদিক মুহাম্মদ সুবহান, সাংবাদিক আব্দুল কাইয়ূম মুরাদ, সাংবাদিক জাকির হোসেন কয়েস, সাংবাদিক ওমর ফারুক, ব্যারিস্টার মাহমুদুল হক, সাংবাদিক সুমন আহমদ, হাসনাত চৌধুরী, কবি শাহ শামীম, সাংবাদিক সেলিনা আক্তার, লিগ্যাল এক্সিকিউটিভ মুজাহিদ রহমান, ফটো সাংবাদিক জিএর সোহেল, শহিদুল ইসলাম মামুন সিনিয়র জয়েন্ট সেক্ৰেটারী যুক্তরাজ্য বিএনপি , শিক্ষাবিদ রেবেকা সুলতানা, সৈয়দ জহুর উল হক সহ আরো অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত