সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৫ ০১:১২

আবারও বৃটেনের শীর্ষ ধনীর তালিকায় বাঙালি ইকবাল

বাংলাদেশের সন্তান ইকবাল আহমদ আবারও বৃটেনের শীর্ষ ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন। সী মার্ক গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত ইকবাল বৃটেনের এক হাজার ধনীর তালিকায় ৪৬৬তম অবস্থানে রয়েছেন। সানডে টাইমস এ তথ্য জানিয়েছে। এক বছরে তার সম্পদের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন পাউন্ড বেড়ে হয়েছে ২০৫ মিলিয়ন পাউন্ড।

সিলেটের সন্তান ইকবাল আহমদ ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বৃটেনে যান। বৃটেনের ওয়েস্ট মিনিস্টারের সিটি কলেজ থেকে ১৯৭৭ সালে লেখাপড়া শেষ করে জড়িয়ে পড়েন পারিবারিক ব্যবসায়। গড়ে তোলেন সী মার্ক ও ইবকোর মতো সফল ব্যবসাপ্রতিষ্ঠান। বর্তমানে তিনি পরিবার নিয়ে বসবাস করছেন ম্যানচেস্টারে।

ইকবাল আহমদ ২০০৬ সালে সর্বপ্রথম সানডে টাইমসের তালিকায় বৃটিশ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উঠে আসেন। বৃটেনের শীর্ষ ধনীর তালিকায় সে বছর ৫১১ নম্বর স্থান দখল করেন তিনি। তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় ১১০ মিলিয়ন পাউন্ড। এরপর ২০০৯ সালে এশিয়ার ২০ ধনীর তালিকায় উঠে আসেন সফল ব্যবসায়ী ইকবাল আহমদ। তাঁর জন্ম ১৯৫৬ সালে সিলেটে।

আপনার মন্তব্য

আলোচিত