১২ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:৫২
ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মত এবারো বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
২১ ফেব্রুয়ারি স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের লক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ব্রঙ্কস সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি।
রোববার ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে যথাযথভাবে দিবসটি উদযাপনের লক্ষে উদযাপন কমিটি কর্মসূচি চূড়ান্ত করে।
কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতফেরি, একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা, স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন ও বর্ণমালা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা।
নিউইয়র্ক সময় একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে গোল্ডেন প্যালেসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে আয়োজক সংগঠনসহ অন্যান্যরা।
উদযাপন কমিটির চেয়ারম্যান প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং কমিটির মেম্বার সেক্রেটারি শাহেদ আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুস সহিদ, আব্দুল বাছির খান, মাহবুব আলম, আবদুল হাসিম হাসনু, হাসান আলী, আবদুল মুহিত, আহবাব চৌধুরী, আনোয়ারুল ভূইয়া, চিফ কো-অর্ডিনেট এ ইসলাম মামুন, নজরুল হক, নুর উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুল গাফফার চৌধুরী খসরু, মো. শামীম আহমদ, ফরিদা ইয়াসমিন, রেক্সনা মজুমদার, কবি নাসরিন চৌধুরী, কবি জুলি রহমান, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, মুন্সী বশির উদ্দিন, তৌফিকুর রহমান ফারুক, মো. রফিকুল ইসলাম, মোজাফফর হোসেন, আলাউদ্দিন পলাশ, মো. মাসুদ পারভেজ মুক্তা, বকতিয়ার রহমান খোকন, জসিম উদ্দিন, জহুরুল ইসলাম, তানিম চৌধুরী প্রমুখ।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য