Advertise

সিলেটটুডে ডেস্ক

২২ মে, ২০১৯ ১২:১৮

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

২০ মে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে ব্রুকলিনের রাঁধুনী রেস্টুরেন্টে ‘শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার ও ইফতার মাহফিলের আয়োজন করে।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী এমদাদ ও ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের যৌথ পরিচালনায় এবং মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহসভাপতি শামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মুজিবুল মাওলা, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, সিলেট জেলা কৃষক লীগের সাবেক সভাপতি লেইছ চৌধুরী চেয়ারম্যান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি একেএম আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন ইবনে দিলওয়ার, সাইকুল ইসলাম ও সৈয়দ ইলিয়াস খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল হাসান, আওয়ামী লীগ নেতা এন আমিন, মোহাম্মদ হানিফ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তরিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ, ব্রুকলিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, শাহ সেলিম, নান্টু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবু নাসের।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুস সোবহান গোলাপ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থায় বিস্ময়কর উন্নতি বাংলাদেশকে আজ নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছে। যা আগামী ২০২১ এ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ এ উন্নত দেশে পরিণত করবে। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার স্বার্থে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আজীবন দল ও দেশের নেতৃত্বে থাকতে হবে।

সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালীন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন হবে বলে আশা করছি। কেননা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে অক্টোবরে। এর আগেই সকল জেলা কমিটির সম্মেলন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ও তত্ত্বাবধানে ছিলেন মহানগর আওয়ামী লীগ ও ব্রুকলিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত