সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৯ ১৪:৪৯

আমিরাতে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক ও ঈদ পুনর্মিলনী

প্রবাসে আঞ্চলিক সংগঠনগুলোই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। একেক অঞ্চল সমৃদ্ধ হলেই সমৃদ্ধ হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ জুন) শারজাহের বাংলাদেশ সমিতি হল রুমে আরব আমিরাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রবাসীদের সংগঠন কুলাউড়া এসোসিয়েশনের অভিষেকে এ কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল চৌধুরী নাদেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুল হামিদ। সাধারণ সম্পাদক এম নাজমুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হক সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক সিআইপি বদরুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রব, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক শাহ মো. মাকসুদ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাজী লোকমান হোসাইন আনু, প্রধান পৃষ্ঠপোষক ব্যাংকার ইকরামুল করিম চৌধুরী, কমিউনিটির সিনিয়র নেতা কাজী মোহাম্মদ আলী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন চৌধুরী, সিনিয়র সহসভাপতি প্রকৌশলী জি এম জায়গীরদার, সহসাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এনাম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা সালেহ্ উদ্দিন, আশরাফ চৌধুরী শিপু, বদরুল ইসলাম, গুলজার খাঁন, সিনিয়র সহসভাপতি ছাদিকুর রহমান চৌধুরী, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক মাস্টার সামছুল ইসলাম, শাহজালাল সমিতির প্রধান উপদেষ্টা আলী আহমদ ফারুক, মৌলভীবাজার ভিআইপি ক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ, উপদেষ্টা সালাউদ্দিন মধু, সিনিয়র সহসভাপতি এম এ মুকিদ, সিলেট বিভাগ সমাজকল্যাণ সংস্থা ফুজিরার সভাপতি শায়েস্তা চৌধুরী, সিলেট বিভাগ প্রবাসী সমিতি আবুধাবি সাধারণ সম্পাদক সুহেল আহমদ স্বপন, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, বাহুবল প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিয়া মো. সিজিল, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক হোসাইন মাহমুদ আলতাফ।

সংগঠনের ধর্ম সম্পাদক মাওলানা লোকমান আহমদের কোরআন পাক থেকে তেলায়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পরিবেশন করা হয় ইউএই ও বাংলাদেশের জাতীয় সংগীত। শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. ছালেক মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পৃষ্ঠপোষক সুহেল আহমদ তালুকদার, সহসভাপতি আব্দুল হামিদ বদরুল, আবুল কালাম, মো. আলী হোসেন, আব্দুল জালাল বুরহান, সিরাজুল ইসলাম, জামান আহমদ, মিনার মিয়া, যুগ্ম সম্পাদক কামরুল হাসান পাপলু, মো. সেলিম হারুন, আজমল খাঁন, শামীম আহমদ ডালিম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জামিল খাঁন, হেলাল উদ্দিন, সৈয়দ তুহিনুল ইসলাম, পারভেজ আহমদ মাছুম, হোসাইন আহমদ, মোতালেব আলী, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক মিয়া, সহঅর্থ সম্পাদক আছলাম আমীর আলী, সমাজকল্যাণ সম্পাদক হাজী রজব আলী, ক্রীড়া সম্পাদক মালেক আহমদ চৌধুরী, আইন সম্পাদক রুবেল হোসাইন, কৃষি সম্পাদক সিরাব আলী, সদস্য মাসুক মিয়া, আব্দুল কাদির, আজাদ আহমদ, কয়ছর মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত