সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০১৫ ১১:৫৫

অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাজ্য

অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে অবৈধভাবে কর্মরতদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।

আসন্ন ইমিগ্রেশন বিল বা অভিবাসী আইনে এমন বিধান যুক্ত করবার প্রস্তাব রয়েছে।

এই শর্তে আইনটি কার্যকর করার কথা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, যেসব রেস্তোরা অবৈধ শ্রমিকদের কাজ দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান থাকছে এ আইনে। আর অবৈধ হয়ে যাওয়াদের বাড়ি ভাড়া দিলে শাস্তি দেওয়া হবে বাড়ির মালিকদেরও।

উল্লেখ্য, ইংল্যান্ডের রেস্তোঁরা ব্যবসায়ীদের একটি বড় অংশই বাংলাদেশি অভিবাসী। এসব রেস্তোরায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে যাওয়া বহু অভিবাসী কাজ করার সুযোগ পায়।

আপনার মন্তব্য

আলোচিত