সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৫ ১৮:৩৯

কানাডার জাতীয় নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী

ক্যালগেরির একটি তেল কোম্পানিতে কর্মরত পেশাদার ভূ-তত্ববিদ নেওয়াজ খালিশ। তার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশী কানাডিয়ান।

২০১৫ সালের ফেডারেল নির্বাচনে তিনিই একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত রাজনীতিক, যিনি কানাডার নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন।

মাগুরার মোহাম্মদপুরের আর এইচ কে এইচ ইন্সটিটিউশনের সাবেক শিক্ষার্থী নেওয়াজ খালিশ আলবারটার ক্যালগেরিতে বসবাস করেন। তবে তিনি যে নির্বাচনী এলাকা থেকে এনডিপির মনোনয়ন পেয়েছেন, সেই এলাকায় মাত্র একজন বাংলাদেশী বসবাস করেন।

ক্যালগরি সিগনাল হিল এলাকায় এনডিপি পার্টির মনোনয়ন পেয়েছেন তিনি। আগামী ১৯ অক্টোবরের নির্বাচনে এনডিপির হয়ে ভোটযুদ্ধে নামছেন নেওয়াজ খালিশ।

হিল এলাকায় উৎসাহী মানুষদের কাছে পেছনে পড়ে থাকা নাগরিকের সহায়তা নিন্ম-মধ্যবিত্ত মানুষদের জীবনযাত্রার মানোন্নয়ন আর কানাডার ভবিষ্যত প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন নেওয়াজ খালিশ। সংবাদ সূত্র : নতুনদেশ

আপনার মন্তব্য

আলোচিত