সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১১:৫৬

ওমানে নিহত ৩ বাংলাদেশীর পরিচয় মিলেছে

ওমানে বুলডোজার চাপায় নিহত চার বাংলাদেশির মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন লক্ষ্মীপুরের কমলনগর থানার চর পরগাছা গ্রামের মোহাম্মদ শাহজাহান, কুমিল্লার মুরাদনগর থানার শিবাস দাস এবং নোয়াখালী সদর উপজেলার আওজবালিয়া গ্রামের মোহম্মদ সুমন।

ওমানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এ কে এম রবিউল ইসলাম জানান, তিনজনের মৃতদেহই মাস্কাটের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে, রোববার কর্মস্থল ইতি এলাকা থেকে মালামাল নেওয়ার কাজে ব্যবহৃত বুলডোজারের সামনে বসে তাঁরা কর্মস্থলে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে নিচে পড়ে গেলে চার বাংলাদেশি নিহত ও ছয়জন আহত হন।

নিহত যে তিনজনের পরিচয় পাওয়া গেছে তাঁরা নিয়োগকর্তার কাছ থেকে অন্যত্র গিয়ে কাজ করছিলেন। তাই নিয়োগকর্তা তাঁদের মৃতদেহ দেশে পাঠানোর খরচ দিতে চাচ্ছেন না।

তিনজনের লাশ দেশে পাঠাতে অন্তত আড়াই লাখ টাকা প্রয়োজন। আর সে খরচ বোর্ড থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার।

আপনার মন্তব্য

আলোচিত