নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২০ ০২:২৮

অরবিন্দ দাশগুপ্তের ভার্চুয়াল একক চিত্র প্রদশর্নী শেষ হচ্ছে আজ

সিলেটের খ্যাতিমান চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তের ৪র্থ একক চিত্র প্রদর্শনী শেষ হচ্ছে আজ (শুক্রবার)। করোনাকালে অনলাইনে এই প্রদর্শনীর আয়োজন করে শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস।

সিলেটে প্রথমবারের মতো ভার্চুয়াল এই প্রদর্শনীর আয়োজন করা হয়। গত ২১ জুলাই 'প্লাবনে স্বপন বুনি' নামের এই চিত্রপ্রদর্শনীর উদ্বো:ধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।  

শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস'র প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল গনি হিমন বলেন, প্রথমবারের মতো আয়োজিত এই ভার্চুয়াল প্রদর্শনীতে ভালো সাড়া পাওয়া গেছে। shahalam.saas-bd.org ওয়েবসাইটে গিয়ে অনেকেই প্রদর্শনীটি দেখছেন। তিনি জানান, ইতোমধ্যে প্রদর্শনী থেকে ১০ টি ছবি বিক্রি হয়েছে। আরও অনেকেই ছবি কেনার আগ্রহ প্রকাশ করছেন।

আজ আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনী শেষ হবে বলে জানান হিমন।

অরবিন্দ দাশগুপ্তের এই প্রদর্শনীতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে sylhettoday24.com ও আইটি পার্টনার হিসেবে রয়েছে আইটি ফ্যাক্টরি।

আপনার মন্তব্য

আলোচিত