নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০১৫ ১৭:২১

বিশ্ব নাট্যদিবসে সম্মিলিত নাট্য পরিষদের র‍্যালি

ছবি : বিজন

বিশ্ব নাট্যদিবস উপলক্ষ্যে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের উদ্যোগে এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে সিলেটের সর্বস্তরের নাট্য ও সংস্কৃতিকর্মিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আরশ আলী, আল আজাদ, ভবতোষ বর্মণ, রনি আনোয়ার, রজত কান্তি গুপ্ত, শম্পা সেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে মঞ্চশিল্পীরা আজকের দিনটি বিশ্ব নাট্যদিবস হিসেবে উদযাপন করে আসছে। বাংলাদেশে দিবসটি সম্মিলিতভাবে আয়োজন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ পথনাটক পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এই দিনটিকে সামনে রেখে বাণী দিয়েছেন প্রখ্যাত ইউরোপীয় পরিচালক ক্রিস্তফ্ ওয়ারলিকাস্কি।

আপনার মন্তব্য

আলোচিত