নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০১৫ ১৪:৪৮

আজি এ প্রভাতে রবির কর

বিশ্বকবির জন্মজয়ন্তীতে সিলেট নগরীতে শ্রুতি আয়োজন করলো 'কবি প্রণাম' অনুষ্ঠানের।  শুকবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো এ আয়োজন। এতে গান-কবিতায় জন্মদিনে কবিগুরুকে শ্রদ্ধা জানান শিল্পীরা। বিপুলসংখ্যক রবীন্দ্র অনুরাগী দর্শক-শ্রোতারাও সমবেত হন রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্ম জয়ন্তীর এ আয়োজনে।

সকাল ৬ টা ৩০ মিনিটে শুরু হয় এ আয়োজন। হে নূতন,/দেখা দিক্আরবার জন্মের প্রথম শুভক্ষণ/ ওই মহামানব আসে সহ রবীন্দ্রনাথের গানের মাধ্যমেই শ্রদ্ধা জানানো হয় তাঁকে।

সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত। পরে একে একে পরিবেশনায় অংশ নেয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ছন্দনৃত্যালয়, সারেগামাপা ও গীত বিতান বাংলাদেশ। রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা, প্রতীক এন্দসহ বেশ কয়েকজন শিল্পীও এতে একক গান পরিবেশন করেন।

আপনার মন্তব্য

আলোচিত