২১ জানুয়ারি, ২০১৫ ০০:৫৪
সিলেট শিল্পকলা একাডেমিতে উদ্বোধন হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মেঘমল্লার’-এর তিন দিনব্যাপী প্রদর্শনীর। মঙ্গলবার দুপুরে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনী শুরু হয়। এরপর বেলা ৩ টা, সন্ধ্যা ৬ ও রাত ৯ টায় চলচ্চিত্রটির ৩ টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানিয়েছেন, আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে জাহিদুর রহমান অঞ্জন নির্মান করেছেন মেঘমল্লার ছবিটি। সরকারী অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিটি আজ এবং শুক্রর্বাও শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে। দু’দিনই যথারীতি ৩ টা, ৬টা ও ৯ টা তিনটি প্রদর্শনী হবে ছবিটির।
মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিনিধি অং রাখাইন, আজিজ টিপু, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিতবরণ দাশগুপ্ত।
রকিবুল হাসান সুমন ও ইয়াকুব আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল চলচ্চিত্র সংসদ সিলেটের সভাপতি ধ্রুবজ্যোতি দে।
প্রথম দিনে বিপুল সংখ্যক দর্শকরা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়ে চলচ্চিত্রটি উপভোগ করেন।
আপনার মন্তব্য