নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০৮

সীমার মাঝে অসীম যে জন

সিলেটে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে গত ৩ মাস ধরেই চলছে নানা আয়োজন।

এরই ধারাবাহিকতায় কিছুটা ভিন্নভাবে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠিত হলো নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে। শিল্পের সারথী সহযাত্রী সংগঠনের "সীমার মাঝে অসীম" শীর্ষক অনুষ্ঠানে মুগ্ধ রবীন্দ্র অনুরাগীরা।

বৃহস্পতিবার  বিকেলে নগরীর কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে সম্মিলিত সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন ও লগো উন্মোচন হয়।

এসময় সম্মিলিত পরিবেশনায় ছিলেন গীতবিতান বাংলাদেশ ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সিলেট শাখার শিল্পীরা।      

এরপর অডিটোরিয়ামের মূল মঞ্চে রবীন্দ্রসংগীত, তথ্যচিত্র প্রদর্শনী, শ্রুতি নাটক এবং রবীন্দ্রচর্চায় অগ্রপথিকদের সম্মাননা প্রদান করা হয়।  

স্থানীয় শিল্পীদের পাশাপাশি 'ইউরোপে রবীন্দ্রনাথ' শীর্ষক গীতি আলেখ্য পরিবেশন করেন ঢাকার সংগঠন উত্তরায়ন।

আয়োজকরা জানান, এটি প্রথম আয়োজন হলেও ভবিষ্যতে আরো বর্নাঢ্য ভাবে শিল্পের নানাবিধ শাখায় সমন্বয় এবং জনকল্যানমূলক কাজে নিজেদের নিয়োজিত করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

পুরো আয়োজন রবীন্দ্রনাথকে ঘিরে হলেও উৎসব উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত নাট্যব্যক্তিত্ব ইশরাত নিশাতের স্মৃতির প্রতি।

আপনার মন্তব্য

আলোচিত