নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি , ২০২১ ১২:৩৮

ভাষা শহীদদের প্রতি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে শহীদ দিবসের র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

শহীদ দিবসের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, প্রফেসর মো. তানভীর আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক ও প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ, সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা, ফাতেমা ফারজানা হানী, নওশাদ সজীব, সহকারী রেজিস্ট্রার নুর জাহান, জনসংযোগ কর্মকর্তা মো. শাহান আহমেদ, প্রভাষক মো. শাহাদাত হোসাইন পারভেজ, মো. আমীর হোসেন, মুফতি নাদিমুল কমর আহমদ, উপাচার্যের সচিব শাহ মনসুর আলী নোমান, একাউন্টস অফিসার ময়েজ আল আজিম আনসারী, ইনফরমেশন অফিসার ইসরাত জাহান সরকার, তৌহিদা খানম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত