সংবাদ বিজ্ঞপ্তি

০৮ জুন, ২০২১ ১৫:৪৭

লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির সভা

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

সভায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের পাঁচতলা বর্ধিতকরণের কাজ, ক্যাম্পাসের মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত ক্যান্টিন, গার্ডরুম, ওয়ার্কশপ নির্মাণ, মেইন গেইট নির্মাণ এবং গেস্ট হাউস সংস্কারের কাজসহ ক্যাম্পাস উন্নয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, সৈয়দ আব্দুল হান্নান, মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, দেওয়ান সাকিব আহমেদ, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাশ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি, ইনচার্জ অর্থ ও হিসাব রজত কান্তি চক্রবর্তী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের ইনচার্জ চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহীদ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত