শাবিপ্রবি প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২১ ০০:৩১

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের প্রভোস্টের দায়িত্বে সামিউল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।

শুক্রবার (১ অক্টোবর) সকালে দায়িত্ব গ্রহণ করেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।

তিনি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

নিজের অনুভূতি ব্যক্ত করে সামিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্যার আমাকে এ মহান দায়িত্ব দেয়ার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিজের সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

দায়িত্ব গ্রহণকালে অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু হলের সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, সহকারী হল প্রভোস্ট সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান, সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার, সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসেন, প্রভাষক তৌফিকুল ইসলাম খান, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, প্রভাষক মশিউল আলম মিশু, প্রভাষক মো. হেদায়েতুল্লাহ আল হাদীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোহাম্মদ সামিউল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ২০১০ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমান তিনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে ২০১৫ সাল থেকে ২০২১ এর ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে লোকপ্রশাসন বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত