শাবি প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২১ ১৯:৫৮

কাল থেকে টিকা পাচ্ছেন শাবির শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা শনিবার (১৬ অক্টোবর) থেকে করোনা টিকা পাবেন।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ড. কবির হোসেন বলেন, আগামীকাল শনিবার (১৬ অক্টোবর) থেকে ভ্যাক্সিনের জন্য রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীদের  টিকা দেওয়া হবে। এদিন সকাল ১০ টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। প্রথমদিন মাস্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে হতে ২০০ জন শিক্ষার্থী টিকা পাবেন।  এরপর পাবেন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা। টিকা নিতে শিক্ষার্থীদের টিকার রেজিষ্ট্রেশনের মূলকপি ও ফটোকপি এবং  বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আনতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত