শাবি প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২১ ২২:৫৮

৫৮৫ দিন পর খুলছে শাবির হল, মানতে হবে যেসব নির্দেশনা

দীর্ঘ ১৯ মাস প্রতীক্ষা শেষে সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হল। এতে শিক্ষার্থীদের মানতে হবে কিছু দিক নির্দেশনা।

হলে উঠার নির্দেশনা গুলোর মধ্যে রয়েছে, অন্তত একটি টিকা প্রদানের প্রমাণপত্র ও হলের ভর্তির আইডি কার্ড সাথে নিয়ে আসা, স্বাস্থ্যবিধিসহ সকল নিয়ম মেনে চলা। অন্যথায় হলে উঠতে পারবে না শিক্ষার্থীরা। এ নির্দেশনা সকল আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের বরণে ইতোমধ্যে ক্যাম্পাসে অবস্থিত ছেলেদের শাহপরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হল, মেয়েদের প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল খোলার প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ‘নতুন হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব নিয়েছি, তাই শিক্ষার্থীদের সংস্পর্শে আসার অনুভূতিটা বেশি কাজ করছে। হলে শিক্ষার্থীদের নিরাপত্তা, পড়াশোনার পরিবেশ, পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

প্রথম ছাত্রী হলের প্রভোস্ট জায়েদা শারমিন বলেন, 'শিক্ষার্থীরা টিকার কার্ড দেখিয়ে হলে উঠতে পারবেন। এতে অন্তত এক ডোজ টিকা দেওয়া থাকতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থবিধি মেনে হলে প্রবেশ করতে হবে। ইতোমধ্যে হলের বিভিন্ন কিছু সংস্কার করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতীক্ষা করছি।'

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন বলেন, অনেকদিন পর শিক্ষার্থীরা হলে ফিরছে। তাই শিক্ষার্থীদের বিশেষ আয়োজনে বরণ করে নিতে চাই। ইতোমধ্যে হলের ডাইনিং ও কিচেন রুমসহ পুরাতন ব্লকটি সম্পূর্ণভাবে রং করা হয়েছে। প্রতিটি ওয়াশরুমে নতুন টাইলস বসানো হয়েছে। নিরাপদ পানি নিশ্চিত করতে নতুন করে ফিল্টার প্রতিস্থাপন করা হয়েছে। হলের সৌন্দর্য বর্ধনে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফলজ গাছের বাগান করা হয়েছে।'

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে মুখিয়ে আছে। সোমবার থেকে আমরা ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দিচ্ছি। আমরা শিক্ষার্থীদের মোটামুটি এক ডোজ টিকা নিশ্চিত করার ব্যবস্থা করেছি। চেষ্টা থাকবে সকল শিক্ষার্থীর টিকা নিশ্চিত করতে।'

প্রথমদিন ২৫ অক্টোবর স্নাতকোত্তর, ২৬ অক্টোবর স্নাতক চতুর্থ বর্ষ, ২৭ অক্টোবর ৩য় বর্ষ এবং ২৮ অক্টোবর ২য় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত