শাবিপ্রবি প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২১ ১৮:২০

শাবিতে সোনালী ব্যাংকের গৃহঋণ বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং এর মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ দিতে শুরু করেছে সোনালী ব্যাংক।

বুধবার (১৭ নভেম্বর) বিকালে গৃহঋণ বিতরণের বিষয়টি নিশ্চিত করেন সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখার ম্যানেজার মো. দিলশাদ আলী।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে ষাট লক্ষ টাকা বিতরণের মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের  দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

এই ঋণে স্বল্প সুদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বেতন গ্রেডের ভিত্তিতে গৃহ নির্মাণ খাতে (বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ক্রয়, জমিসহ তৈরি বাড়ি ক্রয়) সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখা থেকে ঋণ গ্রহণ করতে পারবেন।

এদিকে গৃহঋণ বিতরণে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সোনালী ব্যাংকের সিলেট অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. জামান মোল্লা, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ এমরান উল্লাহসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জানান দিলশাদ আলী।

আপনার মন্তব্য

আলোচিত