এল ইউ প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২১ ১৬:২৫

লিডিং ইউনিভার্সিটিতে ইনকাম ট্যাক্স বিষয়ক কর্মশালা

লিডিং ইউনিভার্সিটিতে ইনকাম ট্যাক্স মূল্যায়ন এবং জমা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এ‍্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে Procedures of Income Tax Assessment and Submission শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা উপস্থিত ছিলেন।

আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিমের সমন্বয়ে এতে সেশন চেয়ার হিসেবে লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া এবং কীনোট স্পিকার হিসেবে বিশ্ববিদ্যালয়ের চিফ লাইব্রেরিয়ান ড. মো রাশেদুল আজিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম।

আজকের এ অনুষ্ঠান আয়োজন করার জন্য আইকিউএসি এবং কীনোট স্পীকারকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য  প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, এ কর্মশালা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ ট্যাক্স বিষয়ে অনেক তথ্য জানতে পেরেছেন যার ফলে ট্যাক্স রিটার্ন ফাইল জমা দিতে অনেক সুবিধা হবে।

অনুষ্ঠানে কীনোট স্পীকার ড. মো. রাশেদুল আজিম ট্যাক্স রিটার্নের জন্য ফরম ফিলআপ, ট্যাক্স ক‍্যালকুলেশন, পেমেন্ট এবং ফাইল জমা বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।

এতে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মন্তব্য

আলোচিত