নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২২ ১৫:২৭

শাবির আরেক শিক্ষার্থী হাসপাতালে, সংখ্যা দাড়ালো ১৬-তে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে যোগ দেওয়া আরেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে অসুস্থ অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে আমরণ অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই মেডিকেলে ভর্তি হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টা পর্যন্ত ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে ৯ জন মেয়ে ও ৭ জন ছেলে। ১৬ জনের মধ্যে ১৩ জন এম এ জি ওসমানী মেডিকেল, ২ জন মাউন্ড ও ১ জন রাগিব বারেয়াতে ভর্তি।

চিকিৎসক মো. মোস্তাকিম বলেন, এখানে সাতজন শিক্ষার্থী অনশনরত অবস্থায় আছে। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের মেডিক্যালে রেফার করা হচ্ছে। আমরা ১৫ জন চিকিৎসক সার্বক্ষণিক তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর তিনটা থেকে এক দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন ২৪ জন শিক্ষার্থী। পরে বৃহস্পতিবার দুপুরে একজন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান।

উল্লেখ্য, গত বুধবার দুপুর আড়াইটা থেকে উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশনে নামেন শাবিপ্রবির ২৪ শিক্ষার্থী।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি রাতে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন ওই হলের ছাত্রীরা। পরে দাবি মেনে নেওয়া হবে বলে দেওয়া উপাচার্যের আশ্বাসে হলে ফেরেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উপাচার্য তাদের দাবি না মেনে সময়ক্ষেপণের চেষ্টা করেন। পরে সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন। উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে।

এক পর্যায়ে পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আহত হন শিক্ষার্থীরা। যদিও পুলিশ ৩০০ জনকে অজ্ঞাত দেখিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন। পরে উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে নামেন শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত