সিলেটটুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২২ ১৩:১৫

সে দানব, শাবি উপাচার্য প্রসঙ্গে জাফর ইকবাল

জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, 'যে মানুষ এসব দেখেও নিজের জায়গায় অনড় থাকে, তাকে আমি মানুষ বলতে চাই না, সে দানব। ওই মানুষের জন্য তোমাদের জীবন যাওয়ার কোন মানেই হয় না। তোমাদের জীবন অনেক মূল্যবান।'

বুধাবার (২৬ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর পর তিনি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক এমন কথা বলেন।

দেশের প্রতিটি তরুণ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আছেন মন্তব্য করে জাফর ইকবাল আরও বলেন, 'সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, তোমাদের দাবি মানা হবে। দুটি মামলাই উঠানো হবে। আর সে কারণেই আমরা এসেছি। নিশ্চিত না হলেও আমরা আসতাম, কিন্তু তোমাদেরকে অনশন ভাঙতে বলতে পারতাম না।'

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে জাফর ইকবাল বলেন, 'তোমরা যে কাজটা করেছো, নিশ্চিত থেকো, তোমাদের কারণে দেশের বিশ্ববিদ্যালয়, ভিসি সিস্টেমটা ঠিক হবে। তোমরা ৩৪ জন ভিসির ঘুম হারাম করে দিয়েছো।'

আপনার মন্তব্য

আলোচিত