শাবি প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০১৫ ১৯:৩০

শাবি শিক্ষকের অর্থ উদ্ধারে শিক্ষক সমিতির স্মারকলিপি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সেই শিক্ষকের ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে শাবি শিক্ষক সমিতি।

সোমবার বিকেলে শিক্ষা সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

তিনি বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। এ বিষয়ে ব্যাবস্থা নিতে ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল গনি বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে বেলাল আহমদের অর্থ ছিনতাইয়ের ঘটনায় উদ্যোগ নিতে প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (২ ডিসেম্বর) ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে বেলাল আহমদ নামের ওই শিক্ষককে ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত