নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২ ১১:৩০

সোমবার খুলছে লিডিং ইউনিভার্সিটি

বন্যার পানি নেমে যাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সোমবার (২৭ জুন ২০২২) থেকে শুরু হবে। স্প্রিং ২০২২ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে আগামী ১ জুলাই শুক্রবার থেকে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, সকল পরীক্ষার সময় এবং দিন পূর্বে নির্ধারিত (গত ২৪ জুন ২০২২ তারিখ থেকে যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবার শিডিউল ছিল) শিডিউল অনুসারে স্থানান্তরিত হবে।

গত ২৩ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত একাডেমিক রিভিউ কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

অনলাইনে অনুষ্ঠিত সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং ((CRISP)’ এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত