শাবিপ্রবি প্রতিনিধি

২১ জুলাই, ২০২২ ১৮:৪২

সহপাঠীকে বাঁচাতে শাবিপ্রবিতে বই মেলা

হজকিন্স ক্যান্সারে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি। তাকে বাঁচাতে তার চিকিৎসায় সহযোগিতা করতে বই মেলার আয়োজন করেছে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ বই মেলার আয়োজন করে ইফতির সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা।

জানা যায়, গত নভেম্বরে ইফতির ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তার ক্যান্সার চতুর্থ স্টেজে আছে। তাকে কেমোথেরাপি বলেছে চিকিৎসকরা। এখন তার চিকিৎসার জন্য ১৫ লক্ষ টাকা প্রয়োজন।

নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দীপ্ত রায় বলেন, আমাদের বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি। সে হজকিন্স ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসা বাবদ অনেক টাকা প্রয়োজন। যা তার পরিবারের একার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। আমরা বিভাগের পক্ষ থেকে তাকে সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে বিভাগের শিক্ষার্থীরা মিলে বই মেলার আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বই ডোনেশন করছে। বইমেলা থেকে প্রাপ্ত টাকা ইফতির চিকিৎসায়   ব্যয় করা হবে। তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান করছি।

ইফতির চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে
বিকাশ- ০১৭৩৫৮৮০৯৫৩, ০১৬০৯৩৯৬২৩৪, ০১৭৮৩৪২০৯৮৭, ০১৭৪২৪৮৮৮৩১,
নগদ- ০১৯৮৩৫৫৭৭১০, ০১৬৪৬২৭৮২৮৭, রকেট- ০১৬২৫৭১৪৫৬০৯
সোনালি ব্যাংক একাউন্ট-
Nurul Ambia
A/C NO. ৫৬৩২৫০১০০৯৬১৮
Phone: ০১৭৫১৫৭৭৬৩৫
Sonali Bank, Shahjalal University of Science and Technology Branch, Sylhet
ডিবিবিএল একাউন্ট-
Azizul Islam
A/C NO. ২০১১০৫১১৫৯৪
Phone: ০১৬৪৫৬৩০৫৩৪
DBBL, Amberkhana Branch, Sylhet

আপনার মন্তব্য

আলোচিত