শাবি প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০১৫ ১৬:১৯

শাবিতে ‘মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লীগ’ ফুটবল টুর্নামেন্ট শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লীগ’ ফুটবল টুর্নামেন্ট।

সোমবার দুপুর আড়াইটায় ক্যাম্পাসের হ্যান্ডবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফ্যাশন হাউজ মাহা এর সত্ত্বাধিকারী মাহিউদ্দিন সেলিম, কো-স্পন্সর স্বপ্নবাংলা গ্রুপের চেয়ারম্যান শেখ শিব্বির আহমদসহ সংগঠনটির কর্মকর্তা ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।

উদ্বোধনের সময় উপাচার্য বলেন, এ ধরণের প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের মধ্যে প্রেরণা জাগায়, তারা প্রাণবন্ত হয়ে ওঠে। তবে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার প্রতিও মনোযোগ দিতে তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ ৫ম বারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করছে।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল ও রয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৪০হাজার এবং রানারআপ দল পাবে ২০হাজার টাকা।

উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রেস-৭১ ২-০গোলে রিয়েল মাদ্রিদকে হারায়। খেলা পরিচালনা করেন সাইফুল মাহমুদ।

উল্লেখ্য, স্পোর্টস সাস্টের এই চ্যাম্পিয়ন্স লীগ টুর্নামেন্ট দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম পেশাদার ফুটবল লীগ। ক্লাব ফুটবলের আদলে ২০১০ সালে প্রথম শুরু হয় এই টুর্নামেন্ট। এই প্রতিযোগীতায় খেলোয়াড়দের নিলামের মাধ্যমে কিনে নিতে হয়।

আপনার মন্তব্য

আলোচিত