ডেস্ক রিপোর্ট

২১ ডিসেম্বর, ২০১৫ ১৮:২৩

সিকৃবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, একজন সুস্থ মানুষ বছরে চার বার অর্থাৎ ৪ মাস পর পর নিয়মিত স্বেচ্ছায় রক্ত দান করতে পারেন। রক্ত দান করলে শরীরিরে কোন ক্ষতি হয়না বরং উপকার হয়। রক্তের প্রয়োজনে পরীক্ষিত রক্ত ব্যবহার করতে হবে।

তিনি স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমুর্ষু রোগীদের জীবন বাঁচাতে এগিয়ে আসার আহবান জানান। 

তিনি আজ সোমবার সকালে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা ও লায়ন্স ক্লাব অব সিলেটের যৌথ উদ্যোগে কৃষ্ণচুড়া সাংস্কৃতিক সংঘ সিকৃবি, ও লিও ক্লাব অব সিলেটের সহযোগিতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন মিসেস হেলেন আহমেদ এর সভাপতিত্বে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও কৃষ্ণচুড়া সাংস্কৃতিক সংঘ সিকৃবি’র সভাপতি ড. মোঃ জামাল উদ্দিন ভূঞা, প্রাক্তন জেলা গর্ভনর, জেলা ৩১৫ বি১ লায়ন ডাঃ আজিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুরমা লায়ন ক্লাবের লায়ন আছমা কামরান, লায়ন আছিয়া শিকদার, লায়ন খায়রুন নেছা শেলি, কৃষ্ণচুড়া সাংস্কৃতিক সংঘ সিকৃবি’র উপদেষ্টা খলিলুর রহমান ফয়সাল, লিও ক্লাব অব সিলেটের সভাপতি লিও শাহ মোঃ শাহাদাত হোসেন, সেক্রেটারী লিও অভিজিৎ পাল, লায়ন্স ক্লাব অব সিলেটের সেক্রেটারী ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার প্রমুখ।

উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ছাত্র, ছাত্রীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।

 

আপনার মন্তব্য

আলোচিত