শাবিপ্রবি প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২৩ ২৩:৪১

শাবিপ্রবিতে চূড়ান্তভাবে ভর্তি হলো ১৪২০ শিক্ষার্থী

চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২২-২৩ সেশনে ভর্তি হয়েছে ১ হাজার ৪২০ জন শিক্ষার্থী।
 
এতে  ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিটে ১ হাজার ৫৬৬ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১ হাজার ৪’শ ৪জন শিক্ষার্থী। ফলে সীট খালি রয়েছে  ১৬২ টি। এছাড়া কোটায় ১৬জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম।

তিনি বলেন, টানা তিনদিন চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে কোটা ব্যতীত ১৪০৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তিন ইউনিটে মোট আসন ছিল ১ হাজার ৫’শ ৬৬টি। এখন ১৬২টি আসন খালি রয়েছে। তবে খালি আসন পূরণে জিএসটি কমিটি চাইলে আবারো শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকতে পারে।

এদিক বুধবার (৩০ আগস্ট) সকাল ও বিকাল ২ সেশনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। সকাল ১০টা এ ইউনিট এবং বিকাল আড়াইটায় বি ও সি ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। পরের দিন (৩১ আগস্ট) থেকে বিভাগগুলোতে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত