শাবিপ্রবি প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৩১

শাবিপ্রবিতে ই-সাইন সার্টিফিকেট বিষয়ক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আয়োজনে ই-সাইন সার্টিফিকেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৮টি বিভাগের প্রধান এবং বিভিন্ন দপ্তর প্রধানরা অংশ নেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সেবার মান বাড়াতে আমরা সবসময় তৎপর রয়েছি। এপিএ কমিটির আওতায় ইতোমধ্যে বিভাগ ও দপ্তরে সেবা রেজিস্ট্রার চালু করা হয়েছে। স্মার্ট বাংলাদেশের অংশীদার হিসেবে দ্রুত সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সেবা কার্যক্রমকে ডিজিটালাইজেশন করা হচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত