সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৬ ১৬:০৬

শাবিতে ক্রিসেন্ট-বাতিঘর শিশু চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় শিশু চিত্রাংকন উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায়, অধ্যাপক জসিম উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দীন, মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ, মেহেদী হাসান, অসিত বরণ প্রমুখ।

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে সিলেট বিভাগের আঞ্চলিক সহযোগী সংগঠন হিসেবে ছিলো সিলেট ডিবেট ফেডারেশন (এসডিএফ)।

আঞ্চলিক উৎসবে অংশগ্রহণকারীদের জন্যে সনদপত্র ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। শিশুদের আঁকা ছবি থেকে বাছাইকৃত সেরা ছবি আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে প্রদর্শনী হবে। 

এসডিএফ সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন জানান, এ উৎসবে ৩-১৫ বছরের শিশুদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, চিত্রশিল্পীরাও অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত