০৪ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৪তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, তদন্ত কমিটির সুপারিশ বিবেচনায় এনে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তি বিবৃতিতে জানানো হয়, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক অনীক কৃষ্ণ কর্মকারকে তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৩ বছরের জন্য সাময়িক বরখাস্ত এবং ১০ বছরের জন্য পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, সহযোগী অধ্যাপক অনীক কৃষ্ণ কর্মকারের বিরুদ্ধে শিক্ষক হওয়ার জন্য আবেদন যোগ্যতার ফলাফল না থাকা, শিক্ষার্থীদের সাথে অশিক্ষকসুলভ আচরণ ও শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ নানান অভিযোগে গত বছরের অক্টোবরের দিকে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
এছাড়া, যৌন হয়রানির অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে এবং অনৈতিক সম্পর্কের অভিযোগে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে বলা হয়, দুইজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, একজনকে স্থায়ী বহিষ্কার, এবং দু’জনকে এক বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিচয় গোপন রাখার অনুরোধ জানানো হয়, কারণ তাঁদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তদন্ত কমিটির সুপারিশ অনুসারে সিন্ডিকেট এই সিদ্ধান্তসমূহ গ্রহণ করেছে এবং এগুলো সিন্ডিকেট সভার তারিখ থেকে কার্যকর হবে।
আপনার মন্তব্য