০৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৩
জুলাই আন্দোলনের সময়ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের একটি বেঞ্চ এ আদেশ দেন।
একই মামলায় আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনও গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এদের মধ্যে পলক, আনিসুল হক ও সালমান এফ রহমান ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
এর আগে বুধবার (৩ ডিসেম্বর) সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলনের চরম মুহূর্তে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট বন্ধের পরিকল্পনা করা হয় আন্দোলন দমন ও বিশ্বের কাছে সম্ভাব্য গণহত্যার তথ্য গোপন করতে। তদন্তকারীদের কাছে দেওয়া জবানবন্দিতে পলক স্বীকার করেছেন, এ পরিকল্পনায় সজীব ওয়াজেদ জয় সরাসরি যুক্ত ছিলেন।
এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। অভিযুক্তদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে।
আপনার মন্তব্য