এম. এ সিদ্দিকী বাপ্পী

২৪ জুন, ২০১৬ ০১:০৪

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ঘুড়ি উড়ালেন’ উপাচার্য

‘কালো এবার দূরে যাবে আলোর সঙ্গী মোরা/ সোনালী এক জ্ঞান জ্যোতি ফের সাজাবে ধরা’ স্লোগানকে ধারণ করে এই প্রথম মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলো ‘ঘুড়ি’ নামক ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল মঞ্চে উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন (পিএইচডি) ‘ঘুড়ি’র মোড়ক উন্মোচন করেন।

তিনি বলেন, ‘সাহিত্যের আকাশে ঘুড়ি নিজের অবস্থান ঠিক করে নিবে আপন যোগ্যতায়; তিনি অসাধারণ লেখাগুলোর স্রষ্টাদের অভিনন্দন জানান এবং এর ধারাবাহিকতা কামনা করেন।’

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানবৃন্দ। সাহিত্য সাময়িকীর উপদেষ্টামণ্ডলীর অন্যতম মিয়া মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি সাহিত্য পরিবেশ সৃষ্টি করতে এরকম একটি সাময়িকী অত্যন্ত জরুরী ছিল এবং ছাত্র-ছাত্রীদের আগ্রহের ফলেই ঘুড়ির আত্মপ্রকাশ; আমরা শুধু তাদের নির্দেশনা দিয়েছি।’

আপনার মন্তব্য

আলোচিত