সিলেটটুডে ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৬

সুন্দরবন বাঁচানোর আহ্বান জানিয়ে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

সুন্দরবনকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র রামপাল থেকে সরিয়ে অন্য কোথাও নির্মাণের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ হিসেবে পরিচিত শিক্ষকরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত মানববন্ধন থেকে সরকারের প্রতি এ আহ্বান জানান শিক্ষক নেতারা।

ঢাবি শিক্ষকদের সাদা দলের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, "পৃথিবীর কোথাও আর সুন্দরবন তৈরি করা যাবে না। কিন্তু বিদ্যুৎকেন্দ্র তৈরি করার আমাদের হাজারো জায়গা আছে। আমরা চাই সুন্দরবন থেকে বিদ্যুৎকেন্দ্র সরিয়ে অন্য কোথায় স্থাপন করা হোক।"

তিনি বলেন, "আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সরকার এখান থেকে সরে আসুক এবং জাতিকে বিপর্যয় থেকে রক্ষা করুক। সবাই মিলে আমরা চেষ্টা করি দেশটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য, সুন্দরভাবে বাঁচার জন্য।’

সবার মতকে গুরুত্ব দিয়ে এবং দেশের পরিবেশ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে অন্যত্র এই কয়লাভিক্তিক তাপবিদ্যুৎ প্রকল্প স্থাপন করার দাবি জানান শিক্ষকরা।

আপনার মন্তব্য

আলোচিত