সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৬ ০৯:৪৮

আজ জগন্নাথ হল ট্রাজেডি দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ট্রাজেডির ৩১ বছর পূর্ণ হলো আজ শনিবার (১৫ অক্টোবর)।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে হলের টিভি কক্ষের ছাদ ধসে ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি প্রাণ হারান। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহতদের স্মরণে দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আসছে।

জগন্নাথ হলের সেই মর্মান্তিক দুর্ঘটনা স্মরণে হলের সামনে ২০১৪ সালে ‘স্মৃতি অক্টোবর’ স্মারক স্তম্ভ’ স্থাপন করা হয়েছে। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ ‘স্মৃতি অক্টোবর’ নির্মাণ ও বাস্তবায়ন করেছে।

নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে-সকালে বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ, শোক মিছিল, পুষ্পস্তবক অর্পণ। 

১৯৮৫ সালের ১৫ অক্টোবর ছিল দুর্যোগপূর্ণ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টি হয় এবং রাজধানী ঢাকার উপর দিয়ে প্রায় ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যায়। 
এদিন রাত সাড়ে ৮টা থেকে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ধারাবাহিক নাটক শুকতারা প্রচার হচ্ছিল। যে নাটকে অভিনয় করেছিলেন জগন্নাথ হলে ছাত্র শুভ্র দেব। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নাটকটি দেখার জন্য সমবেত হয় বহু ছাত্র। 
 
রাত প্রায় পৌনে নয়টার দিকে ছাত্রদের ওপর ভেঙে পড়ে ভবনের ছাদটি। গভীর রাত ধরে চলে উদ্ধার কাজ। তবু রক্ষা করা যায়নি ৩৯টি তাজা প্রাণ। 

আপনার মন্তব্য

আলোচিত