রাবি প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৬ ২০:৫০

রাবিতে কালো টি-শার্ট পড়ে লিপু হত্যার বিচার দাবি

কালোর ওপর লাল ছবি ও লেখার তৈরি টি-শার্ট গায়ে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে দলবদ্ধ হয়ে বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সবার গায়ে কালো টি-শার্ট। তার ওপর লাল রঙে সামনের দিকে লেখা ‘লিপু হত্যার বিচার চাই’। আর পেছনে জমাট বাঁধা লাল রক্তের মাঝে লিপুর মলিন মুখ। তার নিচে লেখা ‘এরপর কে?’

টি-শার্টের বিষয়ে জানতে চাইলে প্রদীপ দাস বলেন, ‘পিছনের দিকে লিপুর ছবি আমাদেরকে লিপুর স্মৃতি বারবার স্মরণ করিয়ে দেয়। আর ‘এরপর কে?’ বোঝানো হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে কেউই নিরাপদ নই। হয়তো আমাদের মধ্যে আবার কেউ লাশ হয়ে পড়ে থাকতে পারে। আমরা চাই না, এরকম কোনো হত্যাকাণ্ড আর কোথাও হোক।’

জানতে চাইলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারুক খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলার কারণে আমরা চাই না কোনো বিশৃঙ্খলা করতে। তাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বন্ধু হত্যার প্রতিবাদ জানাচ্ছি।’ লিপু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তার রুমমেট মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ইমরান হোসেন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ভর্তি পরীক্ষা চলায় আমরা লিপু হত্যার বিচার দাবিতে বড় ধরনের কোন আন্দোলনে যাচ্ছি না। তবে এটা ভাবার কোনো কারণ নেই, আমরা থেমে গেছি।’ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে, একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তবে তদন্তের সন্তোষজনক অগ্রগতি না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।’

মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ মুন্না বলেন, ‘আমরা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা লিপু হত্যার বিচার দাবিতে টি-শার্ট গায়ে রাস্তায় নেমেছি। আমরা চাই দেশের সব অঞ্চলে লিপু হত্যার বিচারের দাবি ছড়িয়ে পড়ুক। টি-শার্ট গায়ে সবার দৃষ্টিগোচর করা আমাদের লক্ষ্য।’

উল্লেখ্য, ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ের পাশের ড্রেন থেকে লিপুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় লিপুর চাচা বশির মোল্লা অজ্ঞাতনামাদের নামে নগরীর মতিহার থানায় মামলা করেন। এখন পর্যন্ত লিপু হত্যাকাণ্ডের সন্দেহে তার রুমমেট মনিরুলকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত