সিলেটটুডে ডেস্ক

৩০ অক্টোবর, ২০১৬ ১২:৩৪

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি

‘শিক্ষার্থী বাছাইয়ে ফুটপাত থেকে অখ্যাত লেখকদের বই কিনে তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়’- শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

শনিবার (২৯ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ  জানান।

বিবৃতিতে বলা হয়, শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ভর্তি প্রক্রিয়া অথবা প্রশ্নপত্রের উৎকর্ষসাধন নিয়ে যে কোনো মহলের সুনির্দিষ্ট পরামর্শ সাদরে গ্রহণ করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতির অহংকার এই বিদ্যাপীঠকে নিয়ে অবিবেচনাপ্রসূত মন্তব্য করা থেকে বিরত থাকতে সকল মহলকে অনুরোধ করি।

বিবৃতিতে আরো বলা হয়, একজন শিক্ষকের প্রদত্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন। বস্তুত এ ধরণের বক্তব্যের সঙ্গে বাস্তবতার আদৌ মিল নেই। ঢাবি’র ভর্তি পরীক্ষা পদ্ধতি একটি পরীক্ষিত, স্বচ্ছ এবং ছাত্র-বান্ধব প্রক্রিয়া। প্রশ্নপত্র প্রণয়ন করেন স্ব-স্ব ইউনিটের ভর্তি সংক্রান্ত কমিটি। উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম অনুসরণ করে কয়েকটি ধাপে নিরীক্ষণ শেষে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।

আপনার মন্তব্য

আলোচিত