সিকৃবি প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৬ ২০:৪৩

প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন সিকৃবির তাহেরা, রানার্সআপ ইমরান

সিলেট অঞ্চলে অনুষ্ঠিত প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহেরা লস্কর। বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি সিলেট  অঞ্চলে এমসি কলেজ প্রাঙ্গণে ৪র্থ প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করে।

সিলেট অঞ্চলের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা ২টি গ্রুপে অনুষ্ঠিত হয়। 'ক' গ্রুপে উচ্চ মাধ্যমিক পর্যায় ও 'খ' গ্রুপে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়।

খ গ্রুপে মোট ৪৪জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ১৫ জন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) থেকে ৮জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তন্মধ্যে সবার সেরা হলেন সিকৃবির তাহেরা লস্কর। শুধু তাই নয়, রানার্সআপও হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইমরান হোসেন। দুজনই সিকৃবির বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী।

উল্লেখ্য এবছর ঢাকায় অনুষ্ঠিত চুড়ান্ত প্রতিযোগিতার জন্য মোট আটজন নির্বাচিত হয়েছেন যার তিনজনই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আপনার মন্তব্য

আলোচিত