রাবি প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৬ ১৫:৩০

সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি হলো একটি অসাম্প্রদায়িক চেতনা। যারা এ চেতনায় আঘাত করে তারা যে রাজনৈতিক মতাদর্শেরই হোক তারা দেশের শত্রু। সরকারের কাছে এ সকল হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, ‘অসাম্প্রদায়িকতা বাংলাদেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করছে। সকল শ্রেণি-পেশার মানুষের একত্রিত পথচলায় এদেশ স্বাধীন হয়েছে। আমরা দেশের পতাকা বীরদর্পে উড়াতে পেরেছি। কিন্তু যে চক্র বাঙালি সংস্কৃতি বিলুপ্ত করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে না পারলে বাঙালি সংস্কৃতি বিলুপ্ত হতে বাধ্য হবে।’

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘যখন কোনও ঘটনা ঘটে তখন আমরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ ভাবি। তিনি হিন্দু, তিনি মুসলমান এভাবে না ভেবে আসুন আমরা আমাদের মন-মানসিকতা প্রশস্থ করি। এ রকম হামলার প্রতিবাদ নয়, প্রতিহত করতে হবে।’

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজার রহমান বলেন,‘নাসিরনগরে আমাদের দুর্বল, অসহায় ভাইদের ওপর হামলা হয়েছে, সংখ্যালঘুদের ওপর নয়। কারণ তারা নিজেদের সংখ্যালঘু মনে করেন না। সংখ্যালঘু ও সংখ্যাগুরু আমাদেরই সৃষ্টি। এখন যদি এই মতাদর্শের ভিত্তিতে ভারতে কোনো মুসলমান পল্লীতে হামলা চালানো হয়...! আসুন আমরা সোচ্চার হই, এসব ঘটনার প্রতিবাদ জানাই।’

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা ও দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর।

আপনার মন্তব্য

আলোচিত