রাবি প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৬ ১৬:১৮

রাবিতে শিক্ষকের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগ ৬ দিন পর রেকর্ড করা হয়। রোববার (১৩ নভেম্বর) রাতে তথ্য প্রযুক্তি আইনের মামলাটি রেকর্ড করা হয় বলে সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগ রোববার রাতে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক নগরীর মতিহার থানায় অভিযোগ দায়ের করেন। তিনি সম্প্রতি (কাজী জাহিদ) নামের তার ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয় প্রসাশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্ট্যাটাস দেন।

আপনার মন্তব্য

আলোচিত