সিলেটটুডে ডেস্ক

১৫ নভেম্বর, ২০১৬ ১৪:৩৬

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, মন্দির ভাঙচুর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা বারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে শিক্ষক সমিতি আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা হাতে হাত ধরে এ প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম এসময়ে বলেন, “স্বাধীনতা বিরোধীরাই বারবার সাম্প্রদায়িক হামলা চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, হামলার শিকার মানুষদের বাঙালি হিসেবে বিবেচনায় নিয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।” মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে এই অপচেষ্টা বন্ধের দাবি জানান তিনি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নির্মল চন্দ্র রায়ের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিকৃবির রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, গণতান্ত্রিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু, সাদা দলের সভাপতি প্রফেসর ড. রাশেদ হাসানাত, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম, কর্মচারী পরিষদের সভাপতি মোঃ সুরুক মিয়া। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সিকৃবি ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা।

 

আপনার মন্তব্য

আলোচিত