শাবি প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০১৬ ১৫:১০

শাবিতে মাভৈ: আবৃত্তি সংসদের দেড়যুগ পূর্তি উদযাপন

‘শেকল ভাঙ্গার ছন্দ মোরা দেয়াল ভাঙ্গার উচ্চারণ’ এই স্লোগানকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভৈ আবৃত্তি সংসদের দেড়যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অর্জুনতলায় এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনের নেতাকর্মীরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাভৈ: এর উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক সরকার সোহেল রানা, মাভৈ: আবৃত্তি সংসদের সাবেক সভাপতি গিয়াস বাবু, বর্তমান সভাপতি কাসিব মুন্না, সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ শাওন প্রমুখ।

অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় মাভৈ: আবৃত্তি সংসদের সকল কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেড় যুগ সময় ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আশাকরি সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

মাভৈ আবৃত্তি সংসদের সভাপতি কাসিব মুন্না বলেন, দীর্ঘ পথ পরিক্রমায় যারা মাভৈ: এর সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।

আপনার মন্তব্য

আলোচিত