শাবি প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০১৬ ০১:৪৫

শাবি’র ভর্তি পরীক্ষা আজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ (শনিবার) অনুষ্ঠিত হবে।

আজ সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস। ভর্তি পরীক্ষার সময় সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ২ কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ছবি সত্যায়িত করা লাগবে না। প্রবেশপত্রের জন্য ww.sust.teletalk.com.bd ওয়েব সাইটে গিয়ে সংশ্লিষ্ট ইউনিটের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে।

ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ (সকাল ১০টা সন্ধ্যা ৬টা) হটলাইনে যোগাযোগ করা যাবে। অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.sust.edu/admission ভিজিট করেও নানা তথ্য জানতে পারবে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএইচএম বেলায়েত হোসেন জানান, এবারের ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৮৭ জন এবং বি ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫ হাজার ৫৪৩ জন।

আপনার মন্তব্য

আলোচিত