এমসি কলেজ প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:৪৬

প্রস্তুতি শেষ, এবারও বসন্ত বরণ উৎসবের অপেক্ষায় 'মোহনা'

৩০শে মাঘ এলে অন্য রকম এক ব্যস্ততায় দিন পার করে সিলেটের এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা'র কর্মীরা। ২০০৭ সালে জন্মলাভ করা সংগঠনটি প্রতিবারের মতো এবারও পহেলা ফাল্গুনে প্রস্তুতি নিচ্ছে বসন্ত বরণের।

নগরীর কোলাহল ছেড়ে রোববার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা দু'জন দর্শনার্থী 'মোহনা'র কর্মীদের কাছে জানতে পারলেন আজ রাত পোহালেই কাল সকালে বসন্ত।

হাটতে গিয়ে ক্যাম্পাসের রাস্তায় পড়লেন মধুর বিপত্তিতে। কারণ মোহনা'র সদস্যরা সদ্য তুলির আঁচড় দিয়ে দৃষ্টিনন্দন আলপনা এঁকেছেন রাস্তাজুড়ে। বিকাল বেলা সূর্য যখন পশ্চিমের আকাশে হেলে পড়েছে তখনও কাজে ব্যস্ত সংগঠনটির কলাকুশলীরা।

কলেজ অডিটোরিয়ামের সামনে বড় করে মঞ্চ তৈরি করার কাজের তদারকি করছেন সংগঠনটির সভাপতি শামস উদ্দিন শামস। ব্যস্ততার ফাঁকে কথা বলছিলেন, আমরা প্রতিবছর নিয়মিতই বসন্তবরণ উৎসব করে থাকি, এবার নিয়ে ৫বারে পড়বে এই আয়োজন। ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাড়াও সিলেটের প্রচুর মানুষজন আসেন আমাদের বসন্তবরণ উৎসবে। এবারেও সিলেটের সংস্কৃতিপ্রেমীরা ছাড়াও বিপুল পরিমাণে মানুষ বসন্তের এই উৎসবে আসবেন বলে প্রত্যাশা করেন তিনি।

বৈশাখ মাসে জন্ম নেয়া এমসি কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন মোহনা'র বসন্ত বরণ উৎসব আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে চলবে পুরো দিনব্যাপী। অনুষ্ঠান আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক এনাম হোসেন।

 

আপনার মন্তব্য

আলোচিত